ধামইরহাটে ওষুধ ভেবে কিটনাশক পানে আদিবাসীর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ওষুধ ভেবে কীটনাশক পানে সানচু টিকা নামে ৫০ বছর বয়সী একজন আদিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত কমরইল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত মান্না টিকার ছেলে।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়,সানচু টিকা শরীরে বিভিন্ন রোগে বেশ কয়েকমাস থেকে আক্রান্ত ছিলেন। এমন সময়ে ঘটনার দিন রাতে পরিবারের সহিত রাতের খারাব খেয়ে নিজ ঘরে ঘুমালে মাঝ রাতে গ্যাসের ওষুধ ভেবে সে টেবিলে রাখা কীটনাশক পান করেন। পরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। পরদিন সকালে মৃত অবস্থায় তার লাশ স্বজনেরা দেখতে পেরে থানা পুলিশে অবগত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

রেজুয়ান/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর