বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৩৩ জন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, গতকাল (বুধবার) ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু এবং ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ২৫০ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৩২ জন।

বিশ্বে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৯১৪ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪৪ হাজার ৪৭২ রোগীর।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর