রেমিট্যান্স আনার ক্ষেত্রে আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স আনার ক্ষেত্রে নিয়ম আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স আনেত বিদেশি কোনও মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলারে এ তথ্য জানিয়েছে।সার্কুলারের তথ্যমতে, নতুন নিয়মে চুক্তি করার পর বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে। আর বাংলাদেশ মিশনের প্রত্যয়নপত্র ছাড়াও চুক্তি করা যাবে।

মূলত, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স আনতে অনেক ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ রয়েছে। যাদের নিজস্ব এক্সচেঞ্জ হাউস নেই তারা বিদেশি মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তির মাধ্যমে রেমিট্যান্স পাঠায়। এদিকে চলমান ডলার সংকটের মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর