বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটে নির্মাণাধীন একতলা বিল্ডিং এর ছাদে কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মোঃ লিটন (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকেল ৫ টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত লিটন সদর উপজেলার দক্ষিন হাড়ীভাঙ্গা এলাকার আব্দুল জলিল মুন্সির বড় ছেলে।

স্থানীয়রা জানান, তিস্তা এলাকার বক্তার আলীর ছেলে সাইদুল ইসলাম হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামে একতলা ভবনের নির্মানের কাজ করেছিল। সেই ভবনের শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন লিটন। ভবনটির উপরের পার্শ্ব দিয়ে মাত্র দেড় থেকে দুই ফিট উপরে ছিল পল্লিবিদ্যুত এর তার।

ছাদের ঢালাইয়ের কাজ করার সময় অসবাধনতা বসত বিদ্যুত এর তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। তবে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক বার্তাবাজারকে জানান,শ্রমিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি আমাদের অফিসাররা তদন্ত করছে, তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিজানুর/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর