অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ইবির ১৩ শিক্ষক

সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক। বুধবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে তারা অধ্যাপক পদের নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ সুবিধা পাবেন।

পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের নাম ও বিভাগ-

ম্যানেজমেন্ট বিভাগের- ড. মুরশিদ আলম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের, ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, ড. মো. মফিজুর রহমান, ড. মো. রকিবুল ইসলাম, ড. মো. খসরুল আলম, বাংলা বিভাগের- ড. মো. সাইফুজ জামান।

আইন বিভাগের- ড. মাহবুব বিন শাহজাহান আছে শুভ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের- ড. মো. শিপন মিয়া, ড. বিকাশ চন্দ্র সিংহ, পরিসংখ্যান বিভাগের- ড. মোহা. মাহবুবুর রহমান, গণিত বিভাগের- ড. মো. সজীব আলী, ড. মো নূরুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের- ড. মো. হেলাল উদ্দিন।

মোস্তাফিজ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর