চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

দক্ষিণখান জোনের এসি বিপ্লব কুমার গোস্বামী বার্তা বাজার’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মো. মেহেদী হাসান (২১), মো. কামরুল (২২) ও তাজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ১টিসিবিআর মোটরসাইকেল, ১টি পালসার এবং ১টি এপাচি-ব্রান্ডের মোটরসাইকেলসহ মোট ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মূল্য আনুমানিক ১০ লক্ষ ৫০ হাজার টাকা।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম সংবাদ সম্মেলনে বলেন, আটককৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

তানজীন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর