গ্রাম পুলিশকে পেটিয়ে আহত করছে যুবলীগ নেতা

জামালপুরের মেলান্দহে সংখ্যালঘু পরিবারের দুই গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন।

গতকাল (৮ আগষ্ট) সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন- মাহমুদপুরের সংখ্যালঘু শ্রী: চিমু এর ছেলে ও মাহমুদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বুলেট (৩০) সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)।

এঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সাথে গ্রাম পুলিশ বুলেটের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। গ্রাম পুলিশ বুলেটকে অন্য গ্রাম পুলিশ বিমল বাচাতে আসলে তাকেও বেধরক মারপিট করে।

অভিযুক্ত সোহানুর রহমান শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আপোষের চেষ্টা করছি। মেলান্দহ উপজেলা যুবলীগের সভপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ এর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন গ্রহন করেননি।

মেলান্দহ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগকারী এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর