‘ডোনেশন’ নিয়ে প্রকল্পের অর্থ ছাড় দিতেন এমডি

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের চেক নিয়মতান্ত্রিকভাবে পাস হয় না। এই চেকগুলো ছাড়াতে হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) একটি অংশ ‘ডোনেশন’ দিতে হয়, যেটি সরকারি কর্মচারী আচরণ বিধির সম্পূর্ণ বিপরীত।

বিসিসিটির অধীনে থাকা প্রকল্পের দায়িত্বরতরা জানান, প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তা প্রকল্প বিষয়ক চেক পাস করতে রিজিয়া-আজিজ ফাউন্ডেশনের নামে ‘ডোনেশন’ সংগ্রহ করছেন। বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল হক তার পিতামাতার নামে করা ফাউন্ডেশনটি পরিচালনা করে থাকেন।

প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের সমস্যায় পড়তে পারে, এই ভয়ে প্রকল্প পরিচালকরা তাদের নাম প্রকাশ না করার অনুরোধ করেন। তাদের জানা যায়, ৫ থেকে ২০ হাজার টাকার চেক পাস করাতে ফাউন্ডেশনটিতে ডোনেশন দিতে বাধ্য হচ্ছেন এসকল পরিচালকরা।

এ বিষয়ে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক জানান, ‘কারো থেকে জোর করে কোনো প্রকার অর্থ নেয়া হয় না। আমি আমার বন্ধু ও আত্মীয়দের কাছ থেকেও ডোনেশন সংগ্রহ করি। আমাদের এই ফাউন্ডেশনে যে কেউ স্বেচ্ছায় ডোনেশন করতে পারেন।’

গতকাল সোমবার (৮ আগস্ট) রেজাউলের অবসর প্রস্তুতিমূলক ছুটির (এলপিআর) অংশ হিসেবে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী, সরকারের সুনির্দিষ্ট কোনো আদেশ ও নির্দেশের অধীন ছাড়া কোনো সরকারি কর্মচারী কোনো তহবিল সংগ্রহের জন্য বলতে বা তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে বা তহবিল গ্রহণ করতে পারবে না। এই আইনের লঙ্ঘনকে অসদাচরণ হিসেবে বিবেচনা করা হবে এবং লঙ্ঘনকারীর বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিসিসিটির কাছে বিভিন্ন সরকারি সংস্থা প্রকল্প প্রস্তাব জমা দেয়। বিসিসিটির লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মোকাবিলা করা এবং এর সঙ্গে মানিয়ে নেওয়া ও সহনশীলতা তৈরিতে সহায়তা করা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাব কমিয়ে আনার জন্য বিসিসিটি প্রয়োজনীয় বলে মনে করে এমন প্রকল্পগুলোর জন্য পর্যায়ক্রমে তহবিল অনুমোদন ও বিতরণ করে। রেজাউল হক ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক হন এবং ৬৩টি প্রকল্প অনুমোদন করেন।

এর মধ্যে একটি প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রকল্প পরিচালকরা চেক পাস করানোর জন্য বিসিসিটিতে আসলে ডোনেশন আদায় করেন।

বিসিসিটি সূত্র জানান, কামরুল ইসলাম নামে বিসিসিটির একজন কম্পিউটার অপারেটর এই অর্থ সংগ্রহ করতেন। তবে কামরুল জানান, তিনি এখন আর এ কাজের সঙ্গে জড়িত নন।

কামরুল বলেন, ‘যখন এমডি স্যার (রেজাউল হক) প্রথম আসলেন (এই অফিসে), তিনি আমাদেরকে এ কাজের (প্রকল্পের চেক পাস করানো) জন্য টাকা আদায় করতে বললেন। যখন আমরা অস্বীকৃতি জানালাম, তখন হিসাবরক্ষণ বিভাগ এ কাজের দায়িত্ব পেল।’

তার দাবি, গত ৭-৮ মাস ধরে হিসাবরক্ষণ বিভাগ এ কাজের দায়িত্বে আছে।

বিসিসিটির অ্যাকাউন্টস অফিসার মো. আখতারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এমডি স্যার ভালো বলতে পারবেন। আপনি তার সঙ্গে কথা বলেন। আমরা শুধু চেক পাস করাই।’

রেজাউল হক শুরুতে তার ফাউন্ডেশনে প্রকল্প পরিচালকদের ডোনেশন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে, আখতারুজ্জামান ডোনেশন আদায় করতেন কি না, জানতে চাইলে ‘এ তথ্য সঠিক’ বলেই জানান তিনি।

তিনি জানান, এই ফাউন্ডেশন আর্থিক দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করে এবং শিক্ষার্থীদের বৃত্তি দেয়। একজন সরকারি কর্মচারী হিসেবে এভাবে টাকা নিতে পারেন কি না, জানতে চাইলে এ প্রশ্নের জবাব দেননি রেজাউল হক।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এটি এক ধরনের চাঁদাবাজি। তহবিল বণ্টনের সময় এই টাকা আদায় করা হয়। সরকারি কর্মচারী হিসেবে তিনি এটি করতে পারেন না। এটা এক ধরনের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। সরকারের উচিৎ এই বিসিসিটি কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা।’

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর