জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির মানববন্ধন  

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখা। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

সিপিবির উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি  নজরুল ইসলাম, উপজেলা কৃষক সমিতির সভাপতি মালেক সরকার, উপজেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক রহম আলী, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে এদেশের সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। এতে মধ্যবিত্ত ও গরিব মানুষের বেঁচে থাকা অসহনীয় হয়ে পড়েছে। যদি জ্বালানি তেল ও বিভিন্ন দ্রব্যের দাম না কমান তাহলে আমরা খুব শিগগিরই বড় আন্দোলনের ডাক দিবো। এ অবস্থায় জনজীবনে স্বস্তি ফেরাতে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানান বক্তারা।

রাজেস/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর