বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে কোম্পানীগঞ্জে সেলাই মেশিন প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভায় সেলাই মেশিন বিতরণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজাদ,উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম,কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আল আমিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী,পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী।

আরও উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান আহমদ,উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাইম,উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

তারিকুল/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর