বন্দর রাজধানীতেও রেড অ্যালার্ট জারি!

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার ব্যবস্থা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাত ৮টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানাগুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেন পুলিশ অবস্থান নেয় এবং সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের তল্লাশি করে।

সে অনুযায়ী চট্টগ্রাম নগরের প্রায় পঞ্চাশটি মোড়ে পুলিশ সদস্যরা সশস্ত্র অবস্থান নিয়েছেন এবং সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।

কয়েকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী ঢাকার গুলশান এলাকায় যেহেতু অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে যেন এমন ঘটনা না ঘটে সেজন্যই এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

তল্লাশির সময় যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটি মাথায় রাখার জন্যও পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর