পাকিস্তান দিবসে এরদোয়ানের বিশেষ বার্তা!

পাকিস্তান দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিশেষ বার্তা দিয়েছেন।

এতে তিনি বলেছেন, আমার পক্ষ থেকে এবং তুর্কির জনগণের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি বলেন, পাকিস্তান দিবসে আমি অভিনন্দন জানাই ভ্রাতৃত্ব পাকিস্তানি ভাইদের।

এরদোগান নিজের টুইটার অ্যাকাউন্টে এসব বলেন। এ সময় তিনি পাকিস্তান ও ভারতের দুই দেশের পতাকা শেয়ার দেন।

১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসটি মিনার-ই-পাকিস্তান লাহোরের অল-ইন্ডিয়া মুসলিম লীগের সভায় উত্থাপিত হয়। এতে উপমহাদেশের মুসলিম নেতারা মুসলমানদের জন্য পৃথক দেশের এজেন্ডা স্থাপন করেন।

১৯৫৬ সালের ২৩ মার্চ সংবিধানে এটি সংযুক্ত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর