উল্লাপাড়ায় পলি নেট হাউজ নির্মাণ চলছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি বিভাগ থেকে পলি নেট হাউজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সময়ের সাথে মিল রেখে কাজও চলমান রয়েছে।

উপজেলার চর ঘাটিনায় হচ্ছে নেট হাউজটি। শীতকালীন বিভিন্ন সবজি কিংবা ফসল গ্রীষ্মকালে এ হাউজে আবাদ করা যাবে ৷ যার ফলে, গ্রীষ্মকালীন সময়েও শীতকালীন সবজি পাওয়া যাবে। অল্প খরচে এক মৌসুমের ফসল আরেক মৌসুমে পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে এর নির্মাণ করা হচ্ছে৷ শীতকালে আবাদ করা হয় এমন সব সবজি ফসল গ্রীষ্মকালসহ সারা বছরই এ হাউজে চাষ করার লক্ষ্য নিয়ে এ হাউজের নির্মাণ কাজ বেশ এগিয়েছে৷

এলাকার কৃষক ফজলুল হক বলেন, ব্যাপারটা সত্যি অসাধারণ। গরমের সময়ে শীতকালীন বাহারি রকমের সবজি উৎপাদন করতে পারব। এই কাজের সুযোগ কখনো হাত ছাড়া করতেই চাই না।

নাজমুল/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর