আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা।
বুধবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্বর্ণের এই নতুন দাম বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে কার্যকর হবে।
বার্তাবাজার/জে আই