বিএম কন্টেইনার ডিপোতে আরো একজনের হাড়গোড় উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম ডিপোর অগ্নিকান্ডের ধ্বংসস্তূপ থেকে আরো একজনের হাড়গোড় এবং পুড়ে যাওয়া মাথার খুলির অংশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে বিএম ডিপোর ক্ষতিগ্রস্ত শেডের মাঝখান থেকে মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া হাড়গোড় এক ব্যক্তির মনে করে সুরতহাল করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বুধবার সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত শেডে কাজ করতে গিয়ে একস্থানে কিছু হাড়গোড় ও খুলির পুড়ে যাওয়া অংশ দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করেছি। আমাদের মনে হয়েছে এগুলো এক ব্যক্তির হাড়গোড় হতে পারে। সে কারণে আমরা সুরতহাল করেছি। ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য এসব হাড়গোড় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হুমায়ুন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর