মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত সিমান্ত ঘেঁষা মহানন্দা নদীতে ৩২ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে এ মাছটি ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক দল বেঁধে মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। তারা জানতো না ওই নদীতে বড় মাছ আছে। জাল ফেলার পরে ওই যুবকরা টের পান বড় মাছ আছে জালের আশপাশে। অক্লান্ত পরিশ্রমের শেষের এক পর্যায়ে ওই যুবকদের জালে বিশাল আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে।

এদিকে, মাছটি জালে ধরা পড়ার সংবাদে এক পলক দেখতে উৎসুক জনতা ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন। তবে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে তোলা হবে বলে জানা যায়। তবে মাছটি কেটে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করা হবে বলে জানান।

ওই দলের যুবক সোহাগ, রাসেল, রাজ্জাক জানান, প্রতিবছরই নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তারই সন্ধানে আমরা নদীতে মাছ ধরতে যাই। এ বছর আমরাই প্রথম বড় মাছ ধরেছি।

আমিন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর