এ বছর হজে সৌদি সরকার অনুমোদন না নিয়ে হজ পালনের চেষ্টা করায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার ও জরিমানা করেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বিষয়ে হজ নিরাপত্তার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, ২৮৮ জন নাগরিক ও বাসিন্দাকে হজের নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল জরিমানা করা হয়।
করোনা মহামারিতে গত দুই বছর হজের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পর সৌদি কর্তৃপক্ষ চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য হজের দুয়ার খুলেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে।
এ বছর দেশি-বিদেশি ১০ লাখ মানুষকে হজের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া হজ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে আগেই জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: ডন
বার্তাবাজার/এম.এম