প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিদেশি অতিথিদের নিরাপত্তায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর’র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে যেতে হবে।

গণভবন থেকে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির ওপর ভর করে অপরাধ প্রবণতাও বদলে যাচ্ছে প্রতিনিয়ত। তাই পিজিআরকে আধুনিক সরঞ্জামে সজ্জিত হয়ে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন সরকারপ্রধান।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর