কোষ্টগার্ডের অভিযানে ট্রলারসহ ১২ জেলে আটক

পটুয়াখালীর কুয়াকাটায় কোষ্টগার্ডের অভিযানে ৩টি ট্রলারসহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশ বিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে সোমবার (৪ জুলাই) দুপুরে নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র এলাকা হতে ৩টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার, ৩৫ কেজি সামুদ্রিক মাছ, ১ লক্ষ মিটার সুতার জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা কর্তৃক আটককৃত জেলে ও জব্দকৃত ট্রলারের মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ টাকা ৫৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এসময় জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।

মহিবুল্লাহ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর