একমাস পর ডিপোতে আরও এক মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

এই বিষয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেওয়ালের নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাড়গোড় দেখতে পায় ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দু-একের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় ওই ডিপো থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। আজ উদ্ধার হলো আরও একজনের মরদেহ। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

বার্তাবাজার/এম.এম 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর