শিক্ষকের বাড়িতে বোমা, এলাকা জুড়ে আতঙ্ক

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় এক শিক্ষকের বাড়িতে বোমা রাখা সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি ঐ বাড়ির সবাইকে আপাতত নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণপাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয়ে রয়েছে পুরো এলাকাবাসী। প্রশাসন পুরোটা নিয়ন্ত্রণে কাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বোমা সাদৃশ্য কিছু দেখা গেলেও সকালের দিকে থানায় খবর দেওয়া হয়। তারপর থেকেই মূলত এলাকাটি ঘিরে রেখেছে এনায়েতপুর থানা পুলিশ।

প্রভাষক গফুর হোসেন বলেন, গতকাল রাতে একজন মোবাইল করে বলে “তোর মিটসেফের নিচে অস্ত্র আছে”, এই বলে ফোনের লাইন কেটে দেন। পরে আমি সেখানে দেখি তার ও টেপ মোড়ানো লম্বাটে বোমা। এরপর সোমবার সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। এরপর পুলিশ বোমাটি উদ্ধারের চেষ্টা করছে।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানবলেন, আমরা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার বিষয়টি র‍্যাবকে অবহিত করেছি। সেটি নিষ্ক্রিয় করতে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তার স্বার্থে চারিদিক ঘিরে রাখা হয়েছে।

নাজমুল/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর