কুমিল্লা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার; মোশতাকের নয়, কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে

ইতিহ্যবাহী বৃহত্তর কুমিল্লায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। খুনী মোশতাকের বৃহত্তর কুমিল্লা নয়। বৃহত্তর কুমিল্লায় অসংখ্যা জ্ঞানী ও গুনী মানুষের জন্ম। তাই আমরা সবাই কুমিল্লা নামেই বিভাগ চাই। কুমিল্লা এগুলোই সারাদেশ এগুবে। আমি একদিনে এই বিভাগ দাবি করিনি। বৃহত্তর কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মালয়েশিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা সদরের সংসদ সদস্য মোঃ বাহাউদ্দিন বাহার।

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অহিদুর রহমান এর সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ হামিদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূর মোঃ ভুইয়া ও মামুনুর রশিদ। সফিকুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াত এর পর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা।

সভায় বিশেষ অথিতি ছিলেন, দাতো আলম মজুমদার, দাতো আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, দাতো আবুল কালাম আজাদ, সহ সভাপতি আঃ করিম, জহিরুল হক, আনোয়ার হোসেন আনিস, সাংগঠনিক সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ।

বক্তব্য রাখেন, নাজমুল ইসলাম বাবুল, আবুল হোসেন মেম্বার, সেলিম হোসেন, মনসুর আল বাশার, ইঞ্জিনিয়ার আমিরল ইসলাম খোকন, কাইয়ুম সরকার, মাহবুব আলম, হুমায়ন কবির, এনামুল হক বাবুল, মোঃ লিটন আবাদ, মোঃ শামীম, এস এম জাকির হোসেন, হাবিব উল্ল‍্যাহ লিঠন, আবু কাউছার ভূইয়া প্রমূখ।

আলোচনা সভায় সকল বক্তারা বৃহত্তর কুমিল্লা নামে বিভাগ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দৃষ্টি কামনা করেছেন। প্রবাসীরা সবাই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে একমত প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কয়েক শত প্রবাসী কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও সাধারণ প্রবাসী কর্মজীবী বৃন্দ।

আশরাফুল/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর