বালিয়াকান্দিতে একটি বোমা বিস্ফোরণ, পুলিশের নজরদারীতে দুইটি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাটিয়ামারা বিলের দোগাছি পাকর তলা খালের মধ্যে দুইটি টেপ মোড়ানো বোমা নজরদারীতে রেখেছে থানা পুলিশ। বোমা নিষ্ক্রিয় বিষেশজ্ঞ টিমের অপেক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২ জুলাই) দিবাগত রাতে ইউপির শেকড়া গ্রামের মো সাইফুল ইসলাম মৃধার ঘরের পিছনে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

এলাকাবাসী জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাটকিয়ামারা বিল এলাকার দোগাছি পাকরতলায় পাট জাগ দিতে আসা খালকুলা গ্রামের জলিল শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম লাল টেপ মাড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি সেটা পানিতে ফেলে দেন। একটু এগিয়ে গিয়ে আরও একই ধরণের বস্তু দেখে আশপাশের লোকজনকে অবহিত করেন। ওই ওয়ার্ডের মেম্বারকে অবগত করানো হয়।

খবর পেয়ে ডিএসবির এসআই মোঃ শফিকুল ইসলাম সেখানে গিয়ে ওসিকে জানালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, এসআই রাজিবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, পুলিশের নজরদারীতে রাখা হয়েছে। বোমা নিস্কিয় দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার করা হবে।

মেহেদী/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর