চট্টগ্রামে ৫টি চোরাই সিএনজিসহ গ্রেফতার ১

চট্টগ্রামের হাটহাজারী থেকে ৫টি চোরাই সিএনজিসহ ইফতেকার হাসান (১৮) নামের এক সিএনজি চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সে হাটহাজারী মহুরীহাট বটতল এলাকার বদিউল আলম উরুফে বদির ছেলে। বদি আলম এর আগে অন্য একটি সিএনজি চুরি মামলায় বর্তমানে কারাগারে আছেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, শনিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে হাটহাজারী থানার মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তার স্বীকারোক্তি মতে গ্যারেজ হতে চোরাই ও রেজিষ্টেশন নাম্বার বিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়। তার বাবা সিএনজি চুরি মামলায় গ্রেফতারের পর থেকে সে চোরাই সিএনজির ব্যবসাটি পরিচালনা করে আসছে। আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর