আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

গ্রাহক পর্যায়ে আবারও এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। রোববার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য জানায়।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ১২ টাকা বেড়ে ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। (রোববার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে। এর আগে জুন মাসে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এলপিজির দাম ৬২ টাকা দাম বাড়ানো হয়। তারপর মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়।

এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। তবে মে মাসে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়। ২ জুন আরও কমিয়ে ১ হাজার ২৪২ টাকা করা হয়।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর