মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুরে কাচারী পাড়া গ্রামের একটি মুক্তিযোদ্ধা পরিবারকে ধারাবাহিকভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে কদভানু বেগম নামের এক নারীর বিরুদ্ধে।

জমি সংক্রান্ত এবং ওয়ারিশ দাবি করে এই হয়রানির ঘটনা ঘটাচ্ছে বলে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পুত্র আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন,’আমার বাবা ১৯৯৪ সালে মৃত্যু বরণ করেন। বাবার মৃত্যুর পর একই গ্রামের কদভানু বেগম ও তার পুত্র রানা মিয়া নিজেদের স্ত্রী ও ছেলে দাবি করে আমাদের পৈত্রিক সম্পত্তি দাবি করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সালিসি বৈঠক হলেও তারা কোন বৈধ কাগজ দেখাতে পারে নি। এর পর থেকেই বিভিন্ন সময় ধারাবাহিক ভাবে তারা আমাদের পরিবারের বিরুদ্ধে এবং নিজেদের আমার বাবার ওয়ারীশ দাবি করেন।’

তিনি আরো বলেন, ‘এসব বিষয়ে স্থানীয় ভাবে সালিসি বৈঠকে মিমাংসার জন্য তাদের সাথে সমাধানের চেষ্টা করা হলেও তারা উপস্থিত হন না। এছাড়াও বিষয়টি নিয়ে কমিউনিটি পুলিশিং এর কাছে অভিযোগ দিলে তারাও বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দুই পক্ষকে ডাকলেও তারা উপস্থিত হয় নি। সম্প্রতি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হলে তারা আবারও ইউএনও এবং স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে।’

বিষয়গুলো নিয়ে সামাজিক ভাবে খুব হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেও জানিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। পারিবারিক ভাবে হয়রানি করার সুষ্ঠু বিচার দাবিও করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত কদভানু বেগম বলেন,’ আমি কোন মিথ্যা অভিযোগ করছি না। মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আমার স্বামী। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’

লিখিত অভিযোগের পাওয়ার বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অমিত চক্রবর্ত্তী বলেন,’কদভানু বেগম নামের এক নারী একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মোহন্ত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর