বাকৃবি কৃষি অনুষদ ছাত্র সমিতির নতুন কমিটি গঠন

শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সর্ববৃহৎ কৃষি অনুষদ ছাত্র সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজিজুল হকেরসভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটি এবং নবনির্বাচিত ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক সভায়সর্বসম্মতিক্রমে ১ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো.আজিজুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওই অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মো.রিয়াসাদ মাহাবুব মনি। এছাড়াও সমিতির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তারিক-উজ-জামান জয়।

এছাড়াও কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন- কোষাধ্যক্ষ পদে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক পদে মো. আহসান হাবীব, সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে নাহিদ হাসান বাপ্পী।

নব্গঠিত এ কমিটির সদস্যরা হলেন- মো. জুহায়ের আমিন হৃদয়, মো. তানভীর হোসেন, মো. আশরাফুল আলম আকাশ, সব্যসাচী বিশ্বাস, মো. নাঈম উদ্দিন, আলভী আল মুহাইমিন, সৌরভ পাল, মাহি আলম ফুয়াদ, মো. শাহরিয়ার আলম শিহাব, সৌমিত রায় অক ও মো. ওবায়দুল্লাহ।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ছাত্র সমিতির নতুন এ কমিটি গঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে
২০২২ সালের ২৯ জুন।

মুন/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর