কর্মীর হত্যার বিচার চেয়ে কুড়িগ্রাম ছাত্রলীগের প্রতিবাদ

ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন নিহত ছাত্রলীগ কর্মী বাবলুর মা মনোয়ারা বেগম,ভাবী নুসরাত জাহান,কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফী,জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

মানববন্ধনে নিহত বাবলুর মা মনোয়ারা বেগম বলেন,’আমার সাধাসিধা ছেলেকেটাকে চেয়ারম্যানের সামনে তাদের লোকজন পিটায় মারছে। আমি এর বিচার চাই।’

জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ বলেন,’ বাবলু আমাদের একনিষ্ট ছাত্রলীগ কর্মী ছিলো। তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে । যা মেনে নেয়া যায় না। আমরা দ্রুত হত্যাকারীদের শাস্তি দাবি করছি।’

উল্লেখ্য, নিহত ছাত্রলীগ কর্মী বাবুলের পিতার বিরুদ্ধে গত ২৮ জুন সকালে পরকীয়ার অভিযোগ এনে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার উপস্থিতিতে উভয় পক্ষের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটলে এক পর্যায়ে বাবলুর মাথায় আঘাত করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু ঘটে।

মোহন্ত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর