১৪তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগে হাইকোর্টের সুপারিশ

বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৯ জুন) এ রায় দেন।

রিটকারীদের আইনজীবী মো. ফারুক হোসেন জানিয়েছেন, এনটিআরসিএ-এর প্রতি রায় বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে হাইকোর্ট ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ওই রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৯ জুন) রায় ঘোষণা করেন আদালত।

১৪তম নিবন্ধনধারী মোট ২৫০ জন হাইকোর্টে এ রিট করেছিলেন। এতে শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এনটিআরসিএ চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর