সিরাজগঞ্জে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। পাউবো সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

তবে অভ্যন্তরীণ নদ-নদীর পানি এখনো বাড়ছে। জেলার চৌহালী ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনরোধে কাজ করছে পাউবো।

তবে বন্যায় জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৮টি ইউনিয়নের প্রায় সাড়ে ৮ হাজার পরিবারের ৪১ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এসব এলাকায় ১৮৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও মানুষ এখনো সেখানে ওঠেনি। কিছু মানুষ উঁচু স্থান ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। পানি ওঠায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট এবং স্যানিটেশনসহ নানা সমস্যা দেখা দিয়েছে। সদরের কাওয়াকোলা ও বিয়ারাঘাট এলাকায় মাটির রাস্তা ভেঙে যাওয়ায় দুই শতাধিক পরিবারের মানুষ নৌকায় চলাচল করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শামীনুর ইসলাম বলেন, জেলার ৫টি উপজেলার নিম্নাঞ্চলের ১২ হাজার হেক্টর জমির আউশ ধান, পাট, বাদাম, তিল, কাউন, ধইঞ্চাসহ উঠতি ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

মালেক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর