ভক্তদের অনুরোধে ‘পদ্মা সেতু’ নিয়ে গান গাইলেন হিরো

সামাজিক যোগাযোগের মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা আশরাফুল আলম সাঈদ এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। যিনি হিরো আলম নামে অধিক পরিচিত হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে একটি সংগঠন। সেই রেশ না কাটতেই এবার ‘পদ্মা সেতু’ নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন হিরো আলম।

রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির ভিডিওচিত্রের শুটিং করছেন হিরো আলম। সোমবার (২৯ জুন) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন তিনি। ‘পদ্মা সেতু’ নিয়ে গান প্রসঙ্গে হিরো আলম জানান, ‘পদ্মা সেতু নিয়ে গানের কোনো প্ল্যান ছিল না। ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাকে গালাগালি করার প্রয়োজন নেই। আমার গান সবাইকে শুনতে হবে না। যাদের ভালো লাগবে তারা শুনবেন। যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন।’ মাওয়া এলাকায় শুটিং করাকালীন হিরো আলম জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়া প্রসঙ্গে তার ভাষ্য, ‘একটা কুচক্রী মহল আমার বিরুদ্ধে এসব করার জন্য কানপড়া দিচ্ছে। আমি চাই না বিষয়টা নিয়ে কাদা-ছোড়াছুড়ি হোক। সবাইকে একটা কথাই বলতে চাই, দুই লাইন রবীন্দ্রসংগীত গেয়ে আমি অন্যায় করেছি। আমি আমার ভুল স্বীকার করছি। গানটা গাওয়া আমার ঠিক হয়নি। ভবিষ্যতে আমি আর এ ধরনের গান গাইব না। সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

প্রসঙ্গত, কিছুদিন পরপরই বিভিন্ন গান নিয়ে হাজির হন হিরো আলম। ইতোমধ্যে বিভিন্ন ভাষায় তার গান শুনেছে শ্রোতারা। এ ছাড়াও তার অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ-জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর