মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা, হাসপাতালে ভর্তি ৪জন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমার সালিশি করতে গিয়ে এক পক্ষের হামলার শিকার হয়েছে মজিবর শিকদার ও তার পরিবার। ওই পরিবারের ৪ জন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাত ৮ টার দিকে ভুক্তভোগীর বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মজিবর শিকদার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামের মৃত আমীর হোসেন শিকদারের পুত্র।

জানা গেছে, স্থানীয় গফুর শিকদার ও ওয়াহেদ শিকদার গং এর সাথে প্রতিপক্ষ মন্নান শিকদার গংদের জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এতে মজিবর শিকদার শালিসিতে গিয়ে মন্নান শিকদার গংদের রোষানলে পড়েন।এরপর পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন মন্নান গং বহিরাগত পাথরঘাটা এলাকার লোকজন নিয়ে মজিবর শিকদারের বাড়িতে হামলা চালায়। হামলায় নারগিস বেগম, সুমনা আক্তার, তামান্না আক্তার এবং সজিব হাওলাদার আহত হয়।

স্হানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া জানান,বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসার প্রক্রিয়া অব্যাহত আছে।উভয় পক্ষের সম্মতিতে মিমাংসায় বসার বিষয়টি ইউপি সদস্য কাজল খান নিশ্চিত করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিকিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শাহজাহান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর