মালয়েশিয়ায় হাফেজদের অংশগ্রহণে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশটির এতিম খানার ২০০ কোরআনে হাফেজকে সংবর্ধনা ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা করা হয়েছে।

রবিবার (৫ জুন) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুবদলের যুবদলের টিপু সুলতান ও আবু কাউছার ভূঁইয়া।

ভার্চুয়ালী অতিথি ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইরাক সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ্, সিনিয়র নেতা শহিদুল্লাহ শহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল্লাহ জাহিদ ও এ এস এম জাহাগীর আলম। সাবেক যুবদলের সভাপতি নাসির উদ্দিন নাসির। মালয়েশিয়ার যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ মন্ডল।

এসময় মালয়েশিয়ার বিভিন্ন এতিম খানার প্রায় ২০০ জন কোরআনে হাফেজ এবং মাওলানাকে সংবর্ধনা দেওয়া হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলার বিএনপি নেতা খাজা চৌধুরী, মালয়েশিয়া বিএনপির মো মিন্টু সরকার, ইকবাল হোসেন মাজু। মালয়েশিয়া যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিপ্লব হোসেন। ফারুক হোসেন, এনায়েতুল্লাহ মোমেন, এনায়েত করিম, খালেদ হাসান, রিপন, নাজমুল হাসান, শেখ মো. সেলিম। মহানগর যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম রেজা, মেহেদী হাসান, মোশারফ হোসেন, শেখ মোঃ তুহিন,রাসেল রানা, শাহীন আলম, রিয়াদ মল্লিক, মোঃ ইসমাইল আকন্দ, মাঝি মিরাজ, সবুজ হাওলাদার ইমতিয়াজ হোসেন বাপ্পি। পুচং শাখা থেকে মোজাম্মেল হোসেন।

স্বেচ্ছাসেবক দলের মধ্যে উপস্থিত ছিলেন, খোকন ভুঁইয়া, সাদ্দাম হোসেন, ফারুক, মহসিন, নবীউল্লাহ সোলমান ও মোঃ মনির।

নবীন দল থেকে উপস্থিত ছিলেন, শাওন আহাম্মেদ, ফারুক হোসেন মোঃ খোকন,মোহাম্মদ আনোয়ার,মোঃ সবুজ, মোঃ কামাল,মোঃ খোকন, মোহাম্মদ কালাম,মোঃ সাগর,মোঃ জাকির সহ দলের নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিত বিন্তাং বাংলাদশি মসজিদের ইমাম মুফতি আবু তাহের।

আশরাফুল/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর