চরফ্যাসনে জেলের জালে ধরা পড়ছে রাজা ইলিশ

ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় জেলেদের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। মাছটির ওজন আড়াই কেজি হয়েছে। চলতি মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

শুক্রবার (২৭মে) দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া চরফারুকি নবীনগর বাজারে এ ইলিশ মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়।

জেলে বেল্লাল মাঝি জানান, চরপাতিলা থেকে ৪ জন জেলে নিয়ে বুড়োগৌরাঙ্গ নদীতে মাছ শিকারে যান তিনি। বেলা সাড়ে ১০টা পর্যন্ত জাল বেয়ে একটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ১০ টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ৫ হাজার টাকা হবে। তিনি আরও বলেন, এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছটি ঘাটে আনা হলে তা ক্রয় করেন কামাল নামে এক মৎস্য আড়তদার।

ওই ঘাটের মৎস্য আড়ৎদার মো. কামাল জানান, কয়েকদিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ মাছটি বড় ছিল।

স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত কয়েকদিন ধরে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের।

আরিফ হোসেন/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর