মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাতে ৩ জেলে আহত

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতে ৩ জেলে আহত হয়ে নদীতে পড়ে যায়। ট্রলারে থাকা অপর জেলেরা তাদেরকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জেলেদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করেন। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার নতুন ইউনিয়ন ৫নং কলাতলী সংলগ্ন মেঘনা নদীতে নিজাম উদ্দিন মাঝির মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন, ট্রলারের মাঝি মোঃ নিজাম উদ্দিন (২৫), জেলে সাইফুল (১৬) ও জেলে অনিক দাস (১০)। আহত জেলেরা মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ৫ বাসিন্দা।

এব্যাপারে মাছের আড়তদার ছাবেদ বেপারি জানান, বজ্রপাতের আঘাতে আহত তিন জেলে নদীতে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় ভোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর