গাইবান্ধায় কুকুরের মতো অচেনা প্রাণীর আক্রমণ, আতঙ্কে এলাকাবাসী

গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়ায় কুকুরের মতো অচেনা এক হিংস্র প্রাণীর আক্রমণে সেখানে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৭ মে) ভোরে এই প্রাণীর আক্রমণে ওই এলাকার অনেক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা বার্তা বাজারকে বলছেন, কুকুরের মতো দেখতে লাল ও সাদা রঙের মিশ্রণে ধারালো দাঁতের ছোটখাটো গঠনের প্রাণীটি ভীষণ হিংস্র এবং দ্রুত গতি সম্পন্ন। তবে
আহত অনেকেই এই প্রানীটিকে পাগলা কুকুর হিসেবেই চিহ্নিত করছেন।

তবে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মন বার্তা বাজারকে বলেন, সকাল থেকেই কুকুরে কামড় দেয়া শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে এরমধ্যে কলেজপাড়ারই অন্তত চল্লিশজন।

তবে প্রাণীটিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বল জানিয়েছে এলাকাবাসী।

সুমন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর