মঠবাড়িয়ায় ইউপি সদস্যের ওপর হামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর হাওলাদারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জাফর হাওলাদার (৪৬) দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মোদাচ্ছের হোসেন হাওলাদারের পুত্র।

বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টার দিকে বড়মাছুয়া বাজারে এ হামলা চালানো হয়। আহত ইউপি সদস্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর পরিবার থেকে জানা গেছে, গত ৫ জানুয়ারি বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাফর হাওলাদার ইউপি সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর সমর্থক ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়। এরপর নৌকার কর্মী সমর্থকরা একের পর এক হামলার শিকার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী কিশোর গ্যাং চক্র রাজনৈতিক একটি গ্রুপের ছত্রছায়ায় প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে নেশার টাকা জোগাড় করে।এরা অভিভাবকদের কথা না শোনলেও রাজনৈতিক নেতাদের অন্ধ আনুগত্য করে।

স্থানীয়রা জানান, বড়মাছুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সক্রিয় হতে হবে। শুধু ক্যাম্পে বসে থাকলে হবে না টহলও দিতে হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শাহজাহান/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর