লালপুরের ওয়ালিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ২ কোটি ৪০ লক্ষ ৪৪ হাজার ৬৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এই উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকীর সভাতিত্বে ইউপি সচিব আরিফুল ইসলাম ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে বাজেটে ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২ কোটি ৪০ লক্ষ ৪৪ হাজার ৬৬০ টাকা। সম্ভাব্য ব্যায় ধরা হয় ২ কোটি ৩৫ লক্ষ ৪৪ হাজার ৬৬০ টাকা।
সম্ভাব্য উদ্বৃতি ধরা হয় ৫ লক্ষ টাকা।

উন্মুক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও পূর্র্নবাসন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন সরদার প্রমুখ। এছাড়াও ওয়ালিয়া ইউপির সকল সদস্য-সদেস্যাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আশিকুর/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর