আমরা টেস্ট ক্রিকেটে সবচেয়ে ফিট দল : সাকিব

গত ৮ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন তার সঙ্গে ছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। সেই বৈঠক সেরে বের হয়ে সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন পাপন। কোচিং প্যানেলের সদস্যদের বরাত দিয়ে জানান, টানা দুই টেস্ট অর্থাৎ ১০ দিন ক্রিকেট খেলার মানসিকতা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে।

সে সময় পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে, ১০ দিন খেলার মানসিকতা নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হবে।’

পাপনের ওই মন্তব্যের সঙ্গে ভিন্নমত করেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেটি মানসিক দিক বিবেচনায়। শারীরিকভাবে নিজেদের পুরোপুরি ফিট দল দাবি করলেন তিনি। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে এই মন্তব্য করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

সাকিব বলছিলেন, ‘আমার কাছে মনে হয় আমরা টেস্ট ক্রিকেটে সবচেয়ে ফিট দল। কারণ আমরা সবচেয়ে বেশি ফিল্ডিং করি, বেশিরভাগ সময়ই (হাসি)। শারীরিকভাবে আমরা ফিট, মানসিক সমস্যা হয়ত বেশি; যে জায়গা নিয়ে অনেক বেশি কাজ করার আছে। শারীরিকভাবে আমরা অনেক বেশি ফিট।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘৩ (চলমান শ্রীলঙ্কা সিরিজে) ইনিংসে ৪০০-৪৫০ ওভার ফিল্ডিং করেছি। লিটন প্রায় সাড়ে চারশ ওভার কিপিং করে ১৪১ করেছে, মুশফিক ভাই ১৭৫ করেছে। ফিজিক্যালি সবাই ফিট, সমস্যা মানসিক। আমরা হয়ত ব্যর্থতার ভয় অনেক বেশি করি। উল্টো চিন্তা করলে ভালো কিছু আসতে পারে।’

ক্রিকেটারদের ফিটনেসে সমস্যা দেখেন না জানিয়ে নিজেকে উদাহরণ হিসেবে দাড় করলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। সেটি থেকে সেরে উঠলেও অনুশীলনের তেমন সুযোগ পাননি। মাত্র আধাঘণ্টার মতো নিজেকে ঝালিয়ে নিয়ে মাঠে নামেন। ওই টেস্টে ৬৪ ওভার হাত ঘুরিয়েছেন কোনো সমস্যা ছাড়াই। এই সিরিজে ইতোমধ্যে ১০৪ ওভার বোলিং করেছেন এই বাঁহাতি।

সাকিব বলেন, ‘ফিটনেসের সংজ্ঞা একেক সময় একেক রকম। ম্যাচ ফিটনেস আর ফিজিক্যাল ফিটনেস ভিন্ন জিনিস। প্রিমিয়ার লিগে (ডিপিএল) চারটা ম্যাচ প্রচণ্ড গরমের মধ্যে খেলেছিলাম। এই জিনিসটা আমাকে সহায়তা করেছে। আর আমি জানতাম চট্টগ্রামে প্রথম দুই দিন আমার জন্য কষ্টকর হবে, এরপর আস্তে আস্তে সহজ হয়ে যাবে। একটু চান্স নেওয়া বলতে পারেন। তবে ক্যালকুলেটিভ চান্স।’

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর