জয়পুরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের কর্মশালা

জয়পুরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুর সাড়ে বারোটায় জেলা সিভিল সার্জনের সন্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার ওয়াজেদ আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এড নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত জেলায় ৬-১১মাস বয়সী ১২ হাজার ৬‘শ ৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৭ হাজার ৮‘শ ৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার সব পৌরসভা ও ইউনিয়নে ৮২৫টি টিকা কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। জেলার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ, মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে নিযুক্ত থাকবেন বলেও জানান তিনি।

মিলন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর