আগামীকাল জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দৌলতপুর গ্রামে এসেছিলেন। এখানে কবি রচনা করেছেন বহু কবিতা, গান আর ছড়া। কিন্তু সেই দৌলতপুর আজও অবহেলিত। দেশ স্বাধীন হয়ে দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও এখানে রাষ্ট্রীয়ভাবে কবির নামে হয়নি কোনো পাঠাগার বা ইনস্টিটিউট।

এ অবস্থার মধ্য দিয়ে আগামী শুক্রবার (২৭ মে) বিকেল তিনটায় কবির ১২৩তম জন্মবার্ষিকী পালন হবে দৌলতপুরে। প্রথম পর্বে আলোচনা সভা দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি ও কবি নজরুল ইনস্টিটিউট’র নির্বাহী পরিচালক (অতি: সচিব) মোহাম্মদ জাকীর হোসেন প্রধান আলোচক হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে। দ্বিতীয় পর্বে উপজেলার শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করবেন।

আলোচনা সভায় স্বাগত বক্তা থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

নাজিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর