বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জে চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে মানিকগঞ্জে চ্যানেল ২৪ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪মে) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মো. রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মহন্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী প্রমূখ।

ডিবিসি চ্যানেলের মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ, ডিবির ওসি মো. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক, একুশে টিভির সাব্বিরুল ইসলাম সাবু, এটিএন নিউজের আবুল কালাম আজাদ, নিউজ ২৪ এর কাবুল উদ্দিন খান, প্রথম আলোর আব্দুল মোমিন, দৈনিক গণচেতনা পত্রিকার সম্পাদক আমিনুর রহমান অঞ্জন, ইন্ডিপেনডেন্ট টিভির আরএস মঞ্জুর রহমান, বাংলাদেশের আলো পত্রিকার আবুল বাশার আব্বাসী, হরিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদ হাসান আবেদ, বাংলা নিউজ ২৪ এর সাজিদুর রহমান রাসেল, দীপ্ত টিভির জাহিদুল হক চন্দন, ঢাকা পোস্টের সোহেল হোসাইন, মাইটিভির আজিজুল হাকিম, মানবকণ্ঠের সাহিদুজ্জামান সাহিদ, দৈনিক অধিকারের সাদিকুর রহমান শিপন, দৈনিক সকালের সময় এর হৃদয় মাহমুদ প্রমূখ।

অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা চ্যানেল ২৪ এর দশম বর্ষ পুর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চ্যানেল ২৪ এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সজল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর