সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল আলম তরফদার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যাবসায়ী রাজু আহমেদ প্রমুখ।

উপজেলা খাদ্য গুদাম খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, বোরো মৌসুমে এ উপজেলায় সরকারি ভাবে ২৪৬৭ মে.টন ধান ও ১৯৯৭ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত প্রতি কেজি চাল ৪০ টাকা এবং কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা মূল্যে ক্রয় করা হবে।

মনির/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর