দোনবাসে গণহত্যা অব্যাহত রেখেছে রাশিয়া: জেলেনস্কি

দোনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা অব্যাহত রেখেছে। তারা ওই অঞ্চলের জীবিত সবকিছুকেই ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেলেনস্কির দাবি, দোনবাসে রাশিয়ার সেনারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আর কেউ কখনও করতে পারেনি।

এই প্রঙ্গে তিনি বলেন, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে অভিযান শুরু করে। এখন পর্যন্ত বন্দরনগরী মারিউপোলসহ বেশ কয়েকটি এলাকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

দোনবাসও রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এ পর্যন্ত ওই এলাকাটি বেশ কয়েকটি বড় হামলার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর