ঝিনাইদহে ৪ টি উপজেলা ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহের ৪টি উপজেলায় শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

জেলার ৬ টি উপজেলার মধ্যে সদর, হরিণাকুন্ডু, কালীগঞ্জ ও শৈলকুপাতে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ৪ উপজেলায় ভোট ভোটকেন্দ্র ৪’শ ২৩ টি।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২’শ ৯৯ জন পুলিশ, ৬৫ জন র‌্যাব, ১২ প্লাটুন বিজিবি ও ৫ হাজার ৭৬ জন আনসার নিযোজিত রয়েছেন। এছাড়াও শতাধিক মোবাইল টিম টহল রয়েছে। এ ৪ উপজেলায় মোট ৯ লাখ ৮১ হাজার ৫’শ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪ লাখ ৯০ হাজার ৯’শ ৯৫ জন পুরুষ ও ৪ লাখ ৯০ হাজার ৫’শ ৬৫ জন নারি ভোটার রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর