চলতি বছরের ৬ মাসে ৩বার গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী!

দেবহাটা থানা পুলিশের অভিযানে চলতি বছরে মাদকদ্রব্য সহ ৩ বার আটক করেছে সাব্বির হোসেন (২৪) নামের এক যুবককে। সে দেবহাটার দক্ষিণ সখিপুর গ্রামের আব্দুল গফ্ফার গাজী ছেলে।

সোমবার দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হয় সাব্বির। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, থানার এসআই আসিফ মাহমুদ, এএসআই আব্দুল আলিম, এএসআই শামীম হোসেন, সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নাংলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে গাঁজাসহ আটক করেছে। এসময় তার কাছ থেকে ১শত গ্রাম গাঁজা উদ্ধার হয়। সে এর আগেও মাদক সহ গ্রেফতার হয়। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসের ৫ তারিখে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে আটক করে পুলিশ। এছাড়া ২১ ফেব্রুয়ারী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ আটক হয় মাদক ব্যবসায়ী সাব্বির। সবশেষ ২৩ মে মাদক সহ আটক হয়েছে উক্ত মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন। প্রতিবার আটক হওয়ার জেল থেকে জামিনে বাড়িতে ফিরে পুনরায় শুরু করে করে মাদক ব্যবসা।

অভিযোগ রয়েছে বর্তমান দেবহাটায় মাদক ব্যবসায়ীদের শীর্ষে রয়েছেন সাব্বির। ইতোপূর্বে সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে কাজ করার সুবাদে মাদক সেবন ও ব্যবসার কৌশলরপ্ত করে। আর তাই আইনের চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

মীর খায়রুল/বার্তাবাজার/এম.এম 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর