শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়; মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসের পর এবার সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। তার ক্যারিয়ার জীবনে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও নিজের নবম সেঞ্চুরি করেছেন মুশফিক। এর আগে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন লিটন।

এ নিয়ে মুশফিক লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জোড়া সেঞ্চুরি করেন মুশফিক। সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১০৫ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাবেক এই অধিনায়ক।

এর আগে মিরপুরে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশের ব্যাটারদের এলোমেলো করে দেয় লঙ্কান বোলাররা। বিপর্যয় নেমে আসে টাইগার ব্যাটিং লাইনআপে। দলীয় ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদশে। সেখান থেকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে দারুণভাবে মুশফিক ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান। লিটন রান ১২৭ ও মুশফিক ১০৮ রানে ব্যাট করছেন

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর