সরিষাবাড়ীতে নদীর উপরে কচুড়িপানার রাস্তা

জামালপুরের সরিষাবাড়ীতে ভরা ঝিনাই নদীতে কচুড়িপানা জড়ো হয়ে হলো চলাচলের রাস্তা। এ রাস্তায় চালানো হচ্ছে সাইকেল, খেলা হচ্ছে ভরা নদীর বুকে ফুটবল।

রবিবার (২২ মে) সকালে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ী গ্রামের ঝিনাই নদীর পাড়ে গিয়ে এমনটা দেখা যায়।

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, প্রতিদিন ঝিনাই নদীর পানি বাড়ছে সাথে স্রোতও। পানির সাথে ওজান থেকে কচুরিপানা ভেসে আসছে। কচুরিপানা গুলো এক জায়গায় জমা হয়ে শক্ত হয়ে গেছে। যার কারণে কচুরিপানা গুলোর উপর দিয়ে ভরা নদীতেও পায়ে হেটে পার হওয়া যাচ্ছে।

মাইজবাড়ী গ্রামের কিশোর সজীব মিয়া জানান, নদীতে কচুড়িপানা গুলো জমা হয়েছে। আর জমা হওয়ার কারণে শক্ত হয়ে যাওয়ায় ভরা নদীতে ও অগভীর হওয়ার পরও পানার উপর নিয়ে হেটে পার হওয়া যাচ্ছে। আমরা নদীতে জমে থাকা কচুড়িপানার উপর ফুটবল খেলেছি। সাইকেল চালিয়েছি। এটা সত্যিই অসাধারণ। কোন দিন আমরা ভাবিনি যে এভাবে ভরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়া হাটতে পারবো, খেলতে পারবো।

দেখতে আসা ওসমান গণি বলেন, নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হওয়ার খবর পেয়ে দেখতে এসেছি। এসে দেখলাম কথাটা সত্যি। লোকেরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হচ্ছে। আমিও পার হলাম। ছেলেরা সাইকেলও চালাচ্ছে। এটা সত্যিই অলৌকিক।

মোস্তাক/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর