ফেসবুকে সাকিব-কে জন্মদিনের শুভেচ্ছা জানাল মুশফিক-মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন আজ।

তবে সতীর্থ ও ভক্তদের সঙ্গে এবারের জন্মদিন উদযাপন করতে পারছেন না সাকিব।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারতে উড়ে গেছেন তিনি।

সে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে জন্মদিনের কেক কাটতে পারছেন না এবার।

তবে প্রযুক্তির দিনে ভার্চুয়ালভাবে শুভেচ্ছা, ভালোবাসা জানাতে মোটেই কার্পণ্য করেননি সাকিবের সতীর্থরা। জাতীয় দলের ক্রিকেটাররা দলের অন্যতম সেরা তারকাকে তারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি কেউই। মুসফিক, তামিম, সদ্য বিবাহিত মোস্তাফিজ ও মিরাজ নিজেদের ফেসবুক পেজ ও টুইটারে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ইনজুরিগত কারণে দলে অনেকদিন অনুপস্থিত সাকিব। সাকিবের সঙ্গে শেষ লড়াই হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

বিপিএলের শেষ ম্যাচে আঙুলে চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান সাকিব। আর সাকিব বিহীনই ওয়ানডে ও টেস্ট খেলতে হয় টাইগারদের। সেকারণেই সাকিবকে প্রচণ্ডভাবে মিস করছেন মি. ডিপেন্ডেবল টাইগার মুসফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়ে মুসফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

শুভেচ্ছা জানাতে ভোলেননি সদ্য বিবাহিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এমন ব্যস্ততার মাঝেও তিনি লিখেছেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।’

সাকিবের মতোই ঘূর্ণিজালে বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাবু করে ফেলা দলের তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ তার সিনিয়রকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছাসে ভরে উঠুক।’

দলে একসময়ের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয় টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর