সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকদের সাথে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়া রোধ, বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ, বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।

বুধবার ( ১৮ই মে) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা করেন তিনি। সভায় পোগলদিঘা ইউপির ১৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক মুন্না, আকলিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, নাজনিন আক্তার, আব্দুর রশিদ প্রমুখ।

ইউপি চেয়ারম্যান মানিক প্রধান শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য সম্বন্ধে শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়াসহ বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানান। সেইসাথে সে বিষয়ে দিকনির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

মোস্তাক/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর